মায়ের প্রাণ বাঁচাল ৪ বছরের শিশু
দুর্ঘটনা এড়াতে চার বছরের ছোট্ট ছেলেটিকে মা শিখিয়েছিলেন, বিপদের সময় কীভাবে ফোন আনলক করে জরুরি সেবার নম্বর চেপে অ্যাম্বুলেন্স ডাকা যায়। তবে প্রশিক্ষণের পরের দিনই যে ছেলে বাজিমাত করে ফেলবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি শিশুটির মা ওয়েন্ডি ককার। বিবিসি জানায়, এই করিতকর্মা শিশুটির নাম মন্টি…